মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে লোকজন নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃত চার শিশু হলো- মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজরের ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২)।
জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) পেরুয়া গ্রামে ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওয়ানা হন মাছিমপুরে থাকা তার স্বজনরা। পথে কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে তার স্বজনদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে চার শিশুর মৃত্যু হয়, নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। তাদের উদ্ধারে দমকল বাহিনী ও পুলিশ কাজ করছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯/আপডেট: ০৬২৫ ঘণ্টা
জেডএস/আরবি/