মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চালগুলো জব্দ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনব্যাপী তাজপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হয়।
তিনি বলেন, সরকারি কোনো সুবিধা ভোগের কার্ড বিক্রি বা চাল বিক্রির নিয়ম নেই। কেন উপকার ভোগিরা কার্ডের চাল বিক্রি করেছেন, সেজন্য বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের অফিসে ডাকা হয়েছে। যারা ভিজিডি কার্ডের চাল বিক্রি করেছেন, তাদের কার্ড বাতিল করা হবে।
চাল ক্রয়কারী আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, তিনি তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারিদের কাছ থেকে চাল ক্রয় করেছেন। ওই চালগুলো বিক্রির জন্য তাজপুর বাজারে রেখেছিলেন। এটা কোনো অবৈধ চাল নয়।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরবি/