বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ সব মরদেহ উদ্ধার করে।
সকালে উদ্ধার চারজন হলো- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬)।
এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রফিনগরের ইউনিয়নের মাছিমপুর থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিলো বেশ কয়েকজন। পরে কালিয়া কুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় মারা যায় মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (৩), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবিদ (৪), নোয়ারচর গ্রামের আফাজালে ছেলে সোহান (২) ও চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২)।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরআইএস/