ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলী আক্তার (৩০) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। লাভলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, ডেঙ্গু রোগী লাভলীকে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ নিয়ে খুলনায় মোট ১৬ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমআরএম/আরএইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।