মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৬) ও মরদোনা গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. ইসমাইল (২৭)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিটি বাইপাস চত্বরে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ দেখে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএস/আরআইএস/