ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বোদায় ফেনসিডিলসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
বোদায় ফেনসিডিলসহ আটক ৪

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আক্কাস আলীর ছেলে কবির (৩২), নবাবগঞ্জের মৃত শাহাউদ্দীনের ছেলে রাকিব (২১), বরগুনার আব্দুস সোবহানের ছেলে পান্না (৩৩) ও মৃত শের আলীর ছেলে মাহাবুব (৩৮)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।