বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতেদর উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন পরিবহনের একটি বাস শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজী শরিয়তউল্লাহ সেতুর টোল প্লাজার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে কেউ মারা যায়নি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএইচ