বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। দেলোয়ার লৌহজংয়ের মেদেনিমণ্ডল গ্রামের মোবারক হোসেনের ছেলে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, পদ্মাসেতুতে শ্রমিক হিসেবে কাজ করতেন দেলোয়ার। এছাড়া তিনি অবসর সময়ে শিমুলিয়া ঘাট এলাকায় হকারিও করতেন। সকাল ৯টার দিকে তিনি একটি লঞ্চ থেকে আরেকটি লঞ্চে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এএটি