নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৪৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
যার মধ্যে ২০ জনকে গ্রেফতারের পর দু’টি নারী ও শিশু নির্যাতন, ১৩ টি মাদক এবং ৯ টি অন্যান্য মামলা দায়ের করা হয়। অভিযানে ৪৬৬ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইন এবং ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানায় ১৪ জন, সিআর মামলার পরোয়ানায় ১১ জন, সাজাপ্রাপ্ত আসামি ৩ জন ও ৩৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।