বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত অনুষ্ঠানে এ ফেলোশিপ দেওয়া হয়।
মফিজুল সাদিকের হাতে এ সংক্রান্ত সনদ এবং পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি ছাড়াও ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ পেয়েছেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার কামরুন নাহার, দৈনিক সমকালের কামরান সিদ্দিকী, ইনকিলাবের হাসান সোহেল, বিটিভির খালিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আশিক হোসেন, এসএ টিভির এম এম বাদশাহ, চ্যানেল ২৪-এর মাহফুজ কামাল, মাই টিভির রাকিব হাসান ও বার্তা ২৪-এর সেরাজুল ইসলাম সিরাজ।
এসময় ফেলোশিপপ্রাপ্তদের হাতে সনদ ও ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
মফিজুল সাদিকের এসডিজি বাস্তবায়নে সহায়ক হবে পর্যটন এবং বৌদ্ধ ধর্মের প্রাচীন স্থাপনায় পর্যটনের অপার সম্ভাবনা শীর্ষক দু’টি প্রতিবেদন ফেলোশিপের জন্য মনোনীত হয়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
টিএম/একে