বুধবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের নগর খানপুর এলাকায় ড্রেজার অধিদপ্তর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দেশের সব নদীকে ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।
তিনি বলেন ‘ড্রেজিংয়ের মালামাল পরিদর্শন করে তা সংরক্ষণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি এবং নতুন মালামাল কেনার ব্যাপারে কথা বলেছি। এ কার্যালয়কে আরও গতিশীল করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মাসের ৩০ তারিখ এসব নির্দেশনা মানা হচ্ছে কিনা তা দেখতে আসবো। ’
তিনি আরও বলেন, আমাদের ওপর আপনারা আস্থা রাখুন। যেখানে নদী ভাঙন সেখানে আমরা আগে নজর দেই। প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় ৪৪৮টি খাল খনন প্রকল্প চালু রয়েছে। সেগুলোর কাজ চলছে। তবে সব জায়গায়ই আমাদের নদী খনন কার্যক্রম চালু রয়েছে। পরবর্তীতে আমরা আরও ৫শ’ এর মতো খাল খনন করবো।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরআইএস/