ঢাকা: রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। বুধবার ( ২৫ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় এ ঘোষণা দেন।
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আর্ল মিলার বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরও ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। ২০১৭ সালের সহিংসতার পর থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় এ নিয়ে যুক্তরাষ্ট্র মোট ৬৬৯ মিলিয়ন ডলার সহায়তা দিল।
আর এ সহায়তার মধ্যে ৫৫৩ মিলিয়ন ডলার বাংলাদেশে নেওয়া কর্মসূচিতে ব্যয় করা হয়েছে।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান মিলার।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
টিআর/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।