বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাঘড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহিদুল বাঘড়া গ্রামের মৃত মুল্লুক চানের ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, ২০ সেপ্টেম্বর রাতে কোনো এক সময় বাসা থেকে জাহিদুলকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২২ সেপ্টেম্বর এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করে। বুধবার সকালে নিজ বাড়ি থেকে ৩০০ গজ দূরে তার মরদেহ পাওয়া যায়। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এএটি