বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টায় হোসেন্দি ইউনিয়নের চর বলাকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে ওই গ্রামের মৎস্যজীবী আব্দুল রশীদের ছেলে ও চর বলাকী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, মাছ ধরার উদ্দেশে বন্ধুর সঙ্গে স্কুল থেকে বের হয় শরিফ। তখন প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই শরিফ মারা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা শরিফের মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এনটি