ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভ্যাকসিন হিরো পুরস্কার: শেখ হাসিনাকে যুক্তরাজ্যের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ভ্যাকসিন হিরো পুরস্কার: শেখ হাসিনাকে যুক্তরাজ্যের অভিনন্দন ‘ভ্যাকসিন হিরো' পুরস্কার নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: 'ভ্যাকসিন হিরো' পুরস্কার পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

যুক্তরাজ্যের বার্তায় বলা হয়, ‘ভ্যাকসিন হিরো' পুরস্কারপ্রাপ্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচির ব্যাপক প্রসারের মাধ্যমে লাখো বাংলাদেশি শিশুদের জীবন বাঁচানো ও রোহিঙ্গাদের টিকাদান সেবার আওতায় আনার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

‘যুক্তরাজ্য বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে গর্বিত। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন যথাযথভাবে টিকাদান কর্মসূচি চালু রেখে রোগের প্রাদুর্ভাব দমন করতে পারে সে লক্ষ্যে যুক্তরাজ্যের সহায়তা বজায় থাকবে। ’

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতা জন্য গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।