ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ৯৩ বস্তা চালসহ আটক ১

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
শিবগঞ্জে ৯৩ বস্তা চালসহ আটক ১ সরকারি চালের ৯৩টি বস্তা ট্রাকে তোলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাটে সরকারি চালের ৩০ কেজি ওজনের মোট ৯৩টি বস্তাসহ বাবর আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়। আটক বাবর আলী উপজেলার দক্ষিণবেলাই গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুর হাটে মৃত মকবুলের চাতালে অভিযান চালায়। এ সময় সরকারি চালের ৩০ কেজি ওজনের মোট ৯৩ বস্তা চালসহ বাবর আলীকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব চাল অবৈধভাবে ক্রয়-বিক্রি করছেন।

চালসহ আটক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।