বুধবার (২৫ সেপ্টেম্বর) এসএ পরিবহনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনের সামনে থেকে দুইজনকে আটক করা হয়েছে।
বিপুল পরিমাণ এ অর্থ দুবাই থেকে কার্গোযোগে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এসেছে। তবে অর্থগুলোর উৎস এবং কার কাছে যাচ্ছিল সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসি মিশু বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
পিএম/জেডএস