ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
পার্বতীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানিতে ডুবে আল আমিন (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট তকেয়াপাড়া গ্রামের একটি বালুর খাল থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

আল আমিন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সে তকেয়াপাড়া গ্রামের ওবাইদুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের বালু খালের সংলগ্ন সড়কে বন্ধুদের সঙ্গে আল আমিন খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। রাতে স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। বুধবার বালুর খালের পানিতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

রামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।