বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু জানান, মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো ছাড়াও আদালত প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন।
এর আগে গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বরিশাল সিটি করপোরেশনের এ্যানেক্স ভবন পরিদর্শন করেছেন।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে এ্যানেক্স ভবনে যান।
এ সময় বিসিসি মেয়র গণপূর্ত মন্ত্রীকে বিভিন্ন কক্ষ ঘুরে দেখান এবং বিসিসির কার্যক্রম সর্ম্পকে অবগত করেন।
পরে এ্যানেক্স ভবনে মেয়রের কক্ষে গিয়ে মন্ত্রী শ ম রেজাউল করিম ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং একে অপরকে মিষ্টি মুখ করান।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমএস/এএটি