ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সরকার বঙ্গবন্ধুর ছবি টানাচ্ছেন মন্ত্রী শ ম রেজাউল করিমসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এখন বিচার বিভাগই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। আইন মন্ত্রণালয় শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর।

তারই ধারাবাহিকতায় অনেক কাজ হচ্ছে এই অঞ্চলজুড়ে। উন্নয়নের রোল মডেল করতে সরকার ব্যাপক কাজ করছে দক্ষিণাঞ্চলে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু  জানান, মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো ছাড়াও আদালত প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন।

এর আগে গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বরিশাল সিটি করপোরেশনের এ্যানেক্স ভবন পরিদর্শন করেছেন।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে এ্যানেক্স ভবনে যান।

এ সময় বিসিসি মেয়র গণপূর্ত মন্ত্রীকে বিভিন্ন কক্ষ ঘুরে দেখান এবং বিসিসির কার্যক্রম সর্ম্পকে অবগত করেন।

পরে এ্যানেক্স ভবনে মেয়রের কক্ষে গিয়ে মন্ত্রী শ ম রেজাউল করিম ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং একে অপরকে মিষ্টি মুখ করান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।