বুধবার (২৫ সেপ্টেম্বর) বরগুনায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য সম্ভাব্য জমি পরিদর্শন ও বঙ্গবন্ধু ডিজিটাল হাব’র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি সেই ডিজিটাল বাংলাদেশের কোনো জেলা যাতে বঞ্চিত না হয় সেজন্য জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে হাজার হাজার তরুণ-তরুণী প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক একটি কর্মসংস্থানের সুযোগ পাবে। আত্মনির্ভরশীল হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন- ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এনটি