বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ কবির উদ্দিন ভূঁইয়া, সভাপতি প্রাক্তন ছাত্রপরিষদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো. মজিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা।
আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্স মো. কামরুল হাসান, আবুল কালাম আজাদ, মো. জাকির হোসেন, মো. কামরুল হাসান, অ্যাডভোকেট আবু মোসা, মো. রেহান উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, লোকনাথ সাহা, বশির আহম্মেদ, মো. শাহ আলম, মো. শাহজালাল, লোকনাথ ভৌমিক, টিপু সুলতান, হুমায়ন কবির, স্বপন দেবনাথ, আব্দুল কাদের, মোবারক হোসেনসহ প্রাক্তন ছাত্রপরিষদের অন্যান্য সদস্যরা ও এলাকার অভিভাবকরা।
অনুষ্ঠানে সভাপতিসহ অন্যান্য সদস্যরা কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এএটি