বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) আলী হায়দার খান।
আলী হায়দার খান এ সময় বলেন, সাধারণত রাতের বেলা যেসব যানবাহন মহাসড়কে চলাচল করে সেগুলোর পেছনে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমআরপি/এইচজে