ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিনামূল্যে গাড়িতে রিফ্লেক্টিং স্টিকার বিতরণ পুলিশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বিনামূল্যে গাড়িতে রিফ্লেক্টিং স্টিকার বিতরণ পুলিশের

নারায়ণগঞ্জ: মহাসড়কে দুর্ঘটনা এড়াতে কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে বিনামূল্যে গাড়ির পেছনে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হচ্ছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) আলী হায়দার খান।  

আলী হায়দার খান এ সময় বলেন, সাধারণত রাতের বেলা যেসব যানবাহন মহাসড়কে চলাচল করে সেগুলোর পেছনে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হচ্ছে।

এতে করে অনাকাঙ্খিত দুর্ঘটনা কমে আসবে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমআরপি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।