বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ক্লাবটি সিলগালা করে দিয়ে সাদা রঙের একটি বোর্ড জব্দ করে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ওই ক্লাবে অভিযান চালানো হবে বলে জানা গেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বাংলানিউজকে বলেন, আমরা সৈনিক ক্লাবে অভিযান চালাতে গিয়ে সেটি তালাবদ্ধ পাই। এসময় ক্লাবের সামন থেকে সাদা রঙের একটি বোর্ড জব্দ করি। তবে বোর্ডটি ক্যাসিনো বোর্ড কি-না, এখনও বলা যাচ্ছে না।
তিনি বলেন, আমরা ওই ক্লাবটি সিলগালা করে দিয়েছি। বৃহস্পতিবার এখানে অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এজেডএস/টিএ