জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত এই বিধিমালার আলোকে উচ্চমান সহকারী থেকে কম্পিউটার অপারেটরের মতো তৃতীয় শ্রেণির পদগুলোতে এখন থেকে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সই করা এ সংক্রান্ত বিধিমালা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।
এতদিন তৃতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে একেক মন্ত্রণালয় বা বিভাগ ভিন্ন ভিন্ন নম্বরে পরীক্ষা নিতো। নিয়োগের বিষয়টি জটিলতা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিধিমালা জারি করেছে বলে উল্লেখ করা হয়।
বিধিমালা অনুযায়ী, প্রার্থীদের বাংলা বিষয়ে ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর এবং গণিতে ১৫ ও সাধারণ জ্ঞান বিষয়ে ১৫ নম্বরসহ মোট ৭০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবে।
উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং প্লেইন পেপার কপিয়ার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের নম্বর বিভাজনের বিষয়টি প্রযোজ্য হবে।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমআইএইচ/আরএ