ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন

ঢাকা: বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো শুভেচ্ছাবার্তায় এ অভিনন্দন জানান তিনি।

বার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

তার এ পুরস্কার অর্জন দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক সফলতার আন্তর্জাতিক স্বীকৃতি। এই পুরস্কার দেশ ও জাতির সম্মান এবং গৌরব বৃদ্ধি করেছে।  

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেন তিনি।

‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ার পর তা বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন গ্লোবাল জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি ওকোনজো এওয়েলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্কলে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।