বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে লক্ষ্মীছড়ির বারুডলু এলাকায় এ গুলিবিনিময় ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারুডলু এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে লক্ষ্মীছড়ি জোন থেকে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। বিকেল ৫টা ১০ মিনিটে ওই টহল দল সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে টহল দলের একজন সদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হন। তখন সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে আলামত পাওয়া যায়।
পরে সেনাবাহিনীর টহল দল আহতাবস্থায় এক সশস্ত্র সন্ত্রাসীকে একটি এসএমজি, ২৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন ও অন্যান্য সরঞ্জামসহ আটক করে।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এইচএ/