বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা করেন।
চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেন। তার চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভিত্তি প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আগামীতে তা আরও গভীর হবে বলেও প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে আগামী দিনে সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন চীনা রাষ্ট্রদূত।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
টিআর/আরএ