ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

'বাংলাদেশ এক চীন নীতির সমর্থক'

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
'বাংলাদেশ এক চীন নীতির সমর্থক' চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বাংলানিউজ

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এক চীন নীতিকে সমর্থন করে। আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা  করেন।

চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেন। তার চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভিত্তি প্রতিষ্ঠিত হয়।  

তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আগামীতে তা আরও গভীর হবে বলেও প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে আগামী দিনে সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।