বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণে মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।
এদিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মো. লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বাসায় থেকে অবৈধ ও অনুনোমদিত বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এছাড়া, সার্বিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
জানা যায়, মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ক্লাবটি। এক সময় এই ক্লাবে খেলোয়াড় ও কর্মকর্তারা রাত-দিন আড্ডায় মশগুল থাকতেন। সেই দৃশ্য এখন আর দেখা যায় না। খেলোয়াড়দের আড্ডার বদলে জায়গা করে নিয়েছে ক্যাসিনোর বোর্ড, মাদকসহ অবৈধ নানাকিছু। ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি গ্রুপ স্থানীয় যুবলীগের সঙ্গে যোগসাজশে ক্লাবটিতে এসব করছে বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালায় র্যাব।
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯/আপডেট: ০১৪২
এজেডএস/পিএম/আরএ