বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বগুড়া র্যাব-১২ বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাহালু উপজেলার দরগারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে।
আটকরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত জব্বার আলী মণ্ডলের ছেলে মো. শামছুদ্দীন মণ্ডল (৪০) ও একই এলাকার মো. উসমান আলী সরকারের ছেলে মো. বাবুল সরদার (৩৩)।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার পিএসসি মেজর এস এম মোর্শেদ হাসান বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা নওগাঁ জেলাসহ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরএ