ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গ্যাং 'সাজ্জাদ ভাই' গ্রুপের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
গ্যাং 'সাজ্জাদ ভাই' গ্রুপের ৫ সদস্য আটক আটক 'সাজ্জাদ ভাই' গ্রুপের সদস্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং 'সাজ্জাদ ভাই' গ্রুপের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- তাজুল ইসলাম (১৯), নাসির ইসলাম (১৭), আমিন (১৮), পলাশ বিশ্বাস (১৭) ও সাইদ আফ্রিদি (১৮)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সাজ্জাদ ভাই গ্রুপের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নামে নানা অপকর্ম চালিয়ে আসছিল। কে কোন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।