বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন- তাজুল ইসলাম (১৯), নাসির ইসলাম (১৭), আমিন (১৮), পলাশ বিশ্বাস (১৭) ও সাইদ আফ্রিদি (১৮)।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সাজ্জাদ ভাই গ্রুপের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নামে নানা অপকর্ম চালিয়ে আসছিল। কে কোন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
পিএম/আরএ