ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ১৪ জুয়াড়ি আটক 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ঈশ্বরদীতে ১৪ জুয়াড়ি আটক 

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় জুয়া খেলার অপরাধে ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৪৩ হাজার ৭৯০ টাকা ও তিন বান্ডিল তাস জব্দ করা হয়েছে।

বুধবার  (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর সুর্য সংঘ ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বাঘইলের তৌহিদুল ইসলাম (৩২), মাঝদিয়া নতুনপাড়া এলাকার আতিয়ার রহমান (৫৫), সাঁড়া গোপালপুর এলাকার শহিদুল ইসলাম (৪৫), শাকিল আহমেদ (৩৫), সেলিম প্রাং (৪৫), সাহাবুল প্রাং (৩৮), তুফান সরদার (৪২), আহসান হাবিব (৫২), সাইফুল ইসলাম (৫২), তোজাম আলী (৫৫), এনামুল আলম টিটু (৫০), বজলুর রহমান (৫৩), নাসির উদ্দীন ফারুকী (৫০) ও আলম প্রাং (৫৩)।

  


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জুয়া আইনে মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।