বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বসুগাঁও এলাকার আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)।
গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান বাংলানিউজকে জানান, বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে ঘরের ভেতর আবুল কালাম ও তার স্ত্রী পুতুল শুয়েছিল। বুধবার রাতে স্বামী ও স্ত্রীকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসআই নূরুজ্জামান জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরএস/আরবি/