বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তুলার গোডাউনে থাকা মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কর্মরত শ্রমিকরা।
আগুনে তুলা মজুদ রাখা কয়েকটি গোডাউন পুড়ে গেছে।
শ্রমিক রোকসানা বেগম বাংলানিউজকে বলেন, সকালে কাজের সময় গোডাউনের পাশের একটি কক্ষের চলমান মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম বাংলানিউজকে বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরবি/