বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নির্মাণাধীন ওই ভবনে কর্মরত শ্রমিকরা কাজ করার সময় ছাদে একটি মরদেহ দেখতে পায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বাংলানিউজকে জানান, অজ্ঞাতপরিচয় ওই যুবকের শরীরে আঘাত ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এনটি