ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচর চরবাটা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সুবর্ণচর চরবাটা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার  চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেনকে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্তে থাকা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মোজাম্মেল হোসেন  ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ে বিধি-বিধান না মানা, একক ক্ষমতায় ট্রেড লাইসেন্স প্রদান, এলজিএসপির আওতায় ইউনিয়ন পরিষদ, বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজ বাড়ির রাস্তা তৈরি, ক্ষমতার অপব্যবহার সহ একাধিক অভিযোগ সুস্পষ্ট প্রমাণিত হওয়ায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম্মেলকে গত ২৮ জুলাই সাময়িক বহিষ্কার করা হয়।

 

পরে তার কাছে এ বিষয়ে জবাব চাইলে তিনি এ বিষয়ে কোনো ধরনের সন্তোষজনক জবাব না দিতে পারায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ)  ধারা মোতাবেক তাকে চূড়ান্তভাবে বহিষ্কার ও তার পদটি শূন্য পদ ঘোষণা করা হয় এ মর্মে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।