ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ২ হাজার ইয়াবাসহ ট্রেনযাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
কমলাপুরে ২ হাজার ইয়াবাসহ ট্রেনযাত্রী আটক

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দুই হাজার পিস ইয়াবাসহ আলীরাজ (৩৮) নামে এক ট্রেনযাত্রীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউল হোসেন বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেইলে করে কমলাপুর স্টেশনে আসে আলীরাজ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে তার অফিসিয়াল ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তি মাদক ব্যবসায়ী।  আলীরাজ মতিঝিল এজিবি কলোনিতে থাকেন। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।