ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফারইস্টের সিইও-তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ফারইস্টের সিইও-তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লোগো

ঢাকা: ছয় কোটি টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্যাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কমিশন সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

দুদক জানায়, দুদকের অনুসন্ধানে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্যাহ ও তার স্ত্রী মোসা. ফরিদা আকতারের নামে ছয় কোটি টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ ও সম্পদের তথ্য গোপনের তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।

শিগগিরই দুদকের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।