ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ পুলিশ কনস্টেবলসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বরিশালে ২ পুলিশ কনস্টেবলসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরের নতুল্লাবাদ শাহপরান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

আটক ব্যক্তিরা হলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ইমরান হাওলাদার ও মো. সালাউদ্দিন এবং তাদের সহযোগী মো. সোহাগ।

ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার জানান, তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। পাশাপাশি দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।