বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীস্থ গোল্ডেন টিউলিপ হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘ইয়ং লিডারস ফেলোশিপ’ অনুষ্ঠানে ওই ২৫ নেতাকে এ ফেলোশিপ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেশের সব দলের তরুণ নেতারা একসঙ্গে কাজ করতে পারবে।
বিএনপির নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, রাজনৈতিক নেতারা জনগণকে অনুপ্রাণিত করবে। সুনির্দিষ্ট বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করবে, মোটিভেট করবে। নেতারা মানুষকে প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান কেটি ক্রক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএমআই/এসএ