বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ০৯টা থেকে এ অভিযান শুরু হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সিদ্দিক বাজারে অভিযান রাত ১১টায় শেষ হয়েছে।
ওসি শাহীন ফকির আরও বলেন, অভিযানকালে ওই ভবনে অবৈধ কাজে লিপ্ত থাকায় ৫ জন নারী ও ৯ পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ভবনের মালিক মঞ্জুও রয়েছেন। মঞ্জুর ওই বাড়িটিকে এলাহী বক্স ভবন বা লাল দালান নামে সবাই চেনে। দীর্ঘদিন ধরে বাড়িটিতে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
আটককৃত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এজেডএস/এএটি