ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মিশর প্রবাসীদের প্রতি দূতাবাসের সতর্কবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
মিশর প্রবাসীদের প্রতি দূতাবাসের সতর্কবার্তা

ঢাকা: মিশরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ট্রাভেল ডকুমেন্টসহ সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কায়রোর বাংলাদেশ দূতাবাস এই অনুরোধ জানায়।

কায়রোর বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার এটিএম আব্দুর রউফ মণ্ডল স্বাক্ষরিত এক বার্তায় প্রবাসী বাংলাদেশিদের ট্রাভেল ডকুমেন্টসহ সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে আটক অভিযানও শুরু হয়েছে। ইতোমধ্যে দেশটিতে প্রায় ২ হাজার লোককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।