বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌর শহরের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে তাদের আটক করা হয়।
উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলামের (২৭) সঙ্গে একই গ্রামের ইসমাইল মোল্লার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর (১৪) বিয়ে ঠিক হয়।
বৃহস্পতিবার আসর বাদ পৌর শহরের বাংলাবাজার সংলগ্ন পঞ্চায়েত বাড়ির মসজিদে বিয়ে পড়ানোর সময় ঘটনাস্থল থেকে বর মঞ্জুরুল, কনের বাবা ইসমাইল মোল্লা ও কাজী শাখাওয়াত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এএটি