ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
প্রধানমন্ত্রীকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

সিলেট: ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পাওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচির ব্যাপক প্রসারের মাধ্যমে লাখো বাংলাদেশি শিশুদের জীবন বাঁচানো ও রোহিঙ্গাদের টিকাদান সেবার আওতায় আনার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার লাভ করেন।

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতা জন্য গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।
 
প্রধানমন্ত্রীর এ সম্মাননা অর্জনকে দেশের জন্য আরেকটি মাইলফলক হিসেবে দেখছেন জেলা প্রেসক্লাব নেতারা। সম্মাননা পাওয়ার পর শেখ হাসিনা নিজেও বলেছেন- ‘এ পুরস্কার আমার না। এটা বাংলাদেশের জনগণকে আমি উৎসর্গ করলাম। ’
 
সাংবাদিক নেতারা আশাপ্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।