ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি মেয়রের শ্বশুরের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ডিএনসিসি মেয়রের শ্বশুরের ইন্তেকাল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম রফিকুল বারী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪ টা ৬ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে, ছয় নাতি-নাতনি এবং অজস্র গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম রফিকুল বারী ঢাকা মেডিক্যালের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।  

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।