শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪ টা ৬ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে, ছয় নাতি-নাতনি এবং অজস্র গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম রফিকুল বারী ঢাকা মেডিক্যালের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসএইচএস/ওএইচ/