নিহতরা হলেন- পৌরসভা এলাকার নজরুল ইসলাম মেনা (৫২) ও তার স্ত্রী রুমি বেগম (৩৬)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়ির দুই ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার মাস্টারপাড়া এলাকার ছকিয়ত উল্ল্যাহর ছেলে নজরুল ইসলাম মেনা একজন দাদন ব্যবসায়ী। বিভিন্ন মানুষের সঙ্গে তার লাখ লাখ টাকা লেনদেন রয়েছে।
আরও জানা যায়, রুমী বেগম নজরুলের দ্বিতীয় স্ত্রী। তাদের ঘরে নয় মাসের একটি ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রী অন্য বাড়িতে দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে বসবাস করেন।
নজরুল ইসলাম বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দ্বিতীয় স্ত্রী রুমী বেগমের কাছে ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে নয় মাসের শিশুর কান্না শুনে প্রতিবেশীরা এসে নিজ নিজ ঘরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর বাংলানিউজকে জানান, সুরতহাল প্রতিবেদনে তাদের শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এফইএস/ওএইচ/