শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া-বানিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু জিসান ওই এলাকার মো. উসমান আলীর ছেলে।
বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেএম কুতুবুদ্দিন বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় জিসান পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির শিশু জিসানকে ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এনটি