শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাদশা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলসী গ্রামের বাসিন্দা।
নিহত বাদশার সহকর্মী আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বাদশা রড মিস্ত্রি। তিনি বারিধারা ১০ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এজেডএস/ওএইচ/