ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘হিমলুং’ পর্বতে বাংলাদেশের প্রথম অভিযান ৩০ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
‘হিমলুং’ পর্বতে বাংলাদেশের প্রথম অভিযান ৩০ সেপ্টেম্বর পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: হিমালয়ের ২৩ হাজার ৩৮০ ফুট উঁচু ‘হিমলুং’ পর্বতশিখরে বাংলাদেশের প্রথম অভিযান শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর (সোমাবর)। এ উপলক্ষে অভিযানের দলনেতা এম এ মুহিত ও অভিযাত্রী ইকরামুল হাসান জাতীয় পতাকা গ্রহণ করেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেপালি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ধন বাহাদুর ওলি, অ্যান্টার্কটিকা ও সুমেরম্ন অভিযাত্রী ইনাম আল হক।

হিমলুং নামক উঁচু পর্বতশিখর নেপালের অন্নপূর্ণ ও মানাসলু হিমালয় অঞ্চলের মধ্যে নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত। বাংলাদেশের দুই অভিযাত্রী দলনেতা এম এ মুহিত ও অভিযাত্রী ইকরামুল হাসান আগামী ৩০ সেপ্টেম্বর ৩০ দিনের অভিযানে হিমলুং শিখরে অবস্থান করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এম এ মুহিত এর আগে দুবার এভারেস্ট আরোহণ করেছেন এবং ইকরামুল হাসান একটি ৬ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন। হিমলুং পর্তবশিখর অভিযান পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।  

অভিযানে যৌথভাবে স্পন্সর করছে ইস্পাহানি টি লিমিটেড ও আরলা ফুডর্স বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯ 
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।