শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নূর ইসলাম দক্ষিণ ভাটারা গ্রামের জয়নদ্দিরের ছেলে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ ভাটারা গ্রামের জয়নদ্দিনের ছেলে নূর ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এনটি