ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বগুড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় মহসিন আলী (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদ এলাকার উদখালি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

মহসিন মহিষাবান গ্রামের বাসিন্দা।

তিনি কৃষি কাজ করে জীবিকা চালাতেন।

জানা গেছে, কৃষি কাজ করায় মহিষাবান ইউনিয়ন পরিষদ এলাকায় একটি শ্যালো মেশিন ঘরে রাতে ঘুমাতেন মহসিন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাড়ি থেকে শ্যালো মেশিন ঘরের উদ্দেশে বের হন তিনি। শুক্রবার সকালে বাড়ি ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে উদখালি খালের পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম হোসেন বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এসময় ওই কৃষককে হত্যা করে তার মরদেহ খালের পাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি। তবে হত্যাকারী যেই হোক না কেন, শিগগিরই তদন্তের মাধ্যমে তাদের আটক করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।